Logo

সাবেক চিফ হিট অফিসার বুশরাকে দেড় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২০:৪৮
সাবেক চিফ হিট অফিসার বুশরাকে দেড় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ
সাবেক প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন | ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে চলমান দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডেকে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন বুশরা আফরিন। সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন দুদকের তদন্ত কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হওয়া সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার জালিয়াতি ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলছে। এসব অভিযোগের সূত্র ধরেই তার পরিবারের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি আদালত আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারেন।

এ ছাড়া আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক জানিয়েছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD