Logo

‘১টি খুন করলে যে সাজা, ১০টি করলেও সেই সাজা’

profile picture
জনবাণী ডেস্ক
চট্টগ্রাম
২৬ জানুয়ারি, ২০২৬, ১৩:১১
‘১টি খুন করলে যে সাজা, ১০টি করলেও সেই সাজা’
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমনের হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি আজিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। অডিওতে মোবারক বলেন, তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে  তোকে মেরে ফেলব, ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) আজিজ উদ্দিনের হোয়াটসঅ্যাপে এই হুমকির অডিও পাঠানো হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

মোবারক হোসেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী বা ‘ডান হাত’ হিসেবে পরিচিত। খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির একাধিক ঘটনায় তার নাম উঠে এলেও দীর্ঘদিন ধরে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

বিজ্ঞাপন

হুমকি পাওয়া আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রামে বিএনপিপ্রার্থীর নির্বাচনি প্রচারণায় গুলিতে নিহত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩০ সেকেন্ডের অডিওর শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীলভাবে আজিজকে গালিগালাজ করতে শোনা যায়। আজিজকে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। প্রশাসন থেকেই বা কী হবে, তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। তোকে মারতে আমি যাব। তোর ভাইকে মানুষ দিয়ে মাথায় গুলি করে মেরেছি। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব।’ আজিজকে হত্যার হুমকি দিয়ে আরও বলা হয়, ‘তোকে মারলে কী হবে। ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।’

গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা। তিনি অন্তত ১৫টি মামলার আসামি। ওই দিন গুলিতে বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহসহ আরও চারজন আহত হন। এ ঘটনায় করা মামলায় পুলিশ ১৫ জন আসামি গ্রেপ্তার করলেও এখনো চিহ্নিত করতে পারেনি সরোয়ারকে কে গুলি করেছে। তবে পুলিশ নিশ্চিত হয়েছে, বাঁহাতি কোনো শুটার সরোয়ারকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

হুমকির বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নগর পুলিশের কমিশনারকে জানানো হয়েছে বলে আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমার ভাই সরোয়ারকে গুলি করে মারার পর থেকে আমাকে প্রায়ই হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। সর্বশেষ রোববার আমাকে হুমকি দেওয়া হয়। আমি নিরাপত্তাহীনতায় আছি।’

তবে মোবারক পলাতক থাকায় ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির গণমাধ্যমকে  বলেন, ‘সন্ত্রাসী মোবারককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে তিনি হুমকি দেওয়াসহ নানা অপরাধ করে আসছেন।’

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ফটিকছড়ির কাঞ্চনগরের বাসিন্দা মোবারক হোসেন চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি। অস্ত্র ব্যবহারে তিনি অত্যন্ত পারদর্শী এবং তার কাছে থাকা ১৫ থেকে ২০টি অস্ত্রের ছবি পুলিশের হাতে রয়েছে। জোড়া খুনের ঘটনায় শুটার ও মোটরসাইকেল ভাড়া করার ব্যবস্থাও করেছিলেন মোবারক।

পুলিশের দাবি, ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে মোবারক দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত এবং তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD