জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডার, মামলার সিদ্ধান্ত দুদকের

স্নাতক পরীক্ষার জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডার পদে যোগ দেওয়ার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।
বিজ্ঞাপন
মামলার তালিকায় রয়েছেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর–০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর–১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর–০৮২৮১৪)।
দুদক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্নাতক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জাল সনদ তৈরি করে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দাখিলের অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তেও এ সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়। ওই তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই দুদক আইনি পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন: খাস পুকুর ভরাটে রুখে দাঁড়াল প্রশাসন
বিজ্ঞাপন
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা বিসিএসে আবেদনকালে যে সনদ দাখিল করেছিলেন, যাচাই-বাছাইয়ে তা জাল বলে প্রতীয়মান হয়েছে।
দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধি অনুযায়ী কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা শিগগিরই দায়ের করা হবে বলে জানা গেছে।








