টঙ্গীতে জালনোট কারখানা উদ্ঘাটন, চক্রের তিন সদস্য গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোটসহ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে র্যাব-১।
বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামের একটি ভবন থেকে এসব জালনোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খাস পুকুর ভরাটে রুখে দাঁড়াল প্রশাসন
আটক ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার দত্তপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার শক্তিপুর বাজার এলাকার আব্দুস সালামের ছেলে মো. রুবেল মিয়া (৩৩) এবং ময়মনসিংহ জেলার হাতিম এলাকার মো. সুরুজ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।
বিজ্ঞাপন
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়ায় একটি জালনোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, ১টি পেপার কাটার মেশিন, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, পেপার বাইন্ডার মেশিন, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি, ১০ রিম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, আঠাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি নগদ ১ হাজার ৯০০ টাকা এবং বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জালনোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছিলেন। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে বড় পরিসরে জালনোট সরবরাহের পরিকল্পনাও ছিল তাদের।
র্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল (এস), বিএন জানান, আটক আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।








