Logo

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরও একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরও একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির (৪৪) হত্যা মামলায় আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা গেছে, নতুন গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রহিম। তাকে নরসিংদী থেকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ১০ জানুয়ারি রাতের একটি অভিযানে মানিকগঞ্জ ও গাজীপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন—জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে, স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ৮ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার মামলার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করেছে।

ডিবি সূত্রের বরাতে বলা হয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং নতুন অভিযুক্তের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্ত আরও শক্তিশালী হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD