জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব

রবিবার (২১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিজ্ঞাপন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিজ্ঞাপন
গেল বছরের অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া উচ্চ আদালতের একজন বিচারককে নিয়ে “অবমাননাকর বক্তব্যের” জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান হাবিবকে গত ২০ নভেম্বর ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জেবি/এসবি








