Logo

৬ দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক: সেতুমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৪, ২১:২০
56Shares
৬ দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক: সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত

ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত হয়

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। ওবায়দুল কাদের বলেন, ৬ দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত হয়।

শুক্রবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৬ দফার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই ৬ দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তার সাথে সারা দেশে ৭ জুন হরতাল পালিত হয়। সেই হরতালে তেজগাঁওয়ের শ্রমিক নেতা মনু মিয়াসহ সারা দেশে বেশ কয়েকজন শাহাদৎ বরণ করেন। ঘটনার পরম্পরায় ৬ দফার ভিত্তিতে ১১ দফা শুরু হয়। আর যার প্রেক্ষিতে স্বাধীনতা আন্দোলন হয়েছে। এ কারণে ছয় দফার গুরুত্ব অনেক বেশি।

তিনি আরও বলেন, স্বাধীনতা-সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এই শোক দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা ৭৫ এর খুনের সাথে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা স্বাধীনতার ইতিহাসকে হত্যা করতে চেয়েছিল।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ১৯৬২ সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনোরকম নিরাপত্তা ছিল না। এই ৬ দফা দাবী আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। অথচ ১৯৭৫ সালের পর ৭ জুন, ৭ ই মার্চ এই সব দিবসকে নিষিদ্ধ করে দেয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা দেশের স্বাধীনতা কখনোই স্বীকার করে না।

বিজ্ঞাপন

এসব স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরের ধাপে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD