Logo

আদালতে যা বললেন আন্দালিব রহমান পার্থ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৪, ০৪:২৯
58Shares
আদালতে যা বললেন আন্দালিব রহমান পার্থ
ছবি: সংগৃহীত

আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে, তাদের দেখে যেন আরও ১০টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে বনানীর সেতু ভবনে হামলার মামলায় রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

পার্থর পক্ষে আলী বাবর ও ডেভিডের পক্ষে ফারুক আহাম্মদ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এর পর পার্থর আইনজীবী আদালতকে জানান, পার্থ আদালতে কিছু বলতে চান। আদালত অনুমতি দেন।

বিজ্ঞাপন

আন্দালিব রহমান পার্থ বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে, তাদের দেখে যেন আরও ১০টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে। আমরাও চাই, আইনের শাসন হোক। রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ। সুষ্ঠু রাজনীতি থাকলে দেশ বাঁচবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। চলমান রাজনীতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবকিছু আল্লাহ তাআলার হাতে, তিনিই সবচেয়ে বড় বিচারক। এর পর আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD