Logo

দুর্নীতি করলে দেশ ছেড়ে পালাতে হবে: শামা ওবায়েদ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জানুয়ারী, ২০২৫, ০৮:১৯
42Shares
দুর্নীতি করলে দেশ ছেড়ে পালাতে হবে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে

বিজ্ঞাপন

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করলে দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘পালানোর প্রমাণ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা দিয়েছেন।’

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের এমপিরা যে পরিমাণ দুর্নীতি ও টাকা পাচার করছে, সেই টাকা দিয়ে অন্তত পাঁচটা পদ্মা সেতু করা যেত। তারা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘একটি সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মানবিক দেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চাকরিতে দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ আলী মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সহসভাপতি শাহিনুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন, মাহমুদুল ইসলাম বাবু প্রমুখ।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD