নুরের খোঁজ নিতে ঢামেকের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নুরের খোঁজ নিতে ঢামেকের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
বিজ্ঞাপন
রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: জ্ঞান ফিরেছে নুরের
বিজ্ঞাপন
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে দলীয় নেতাকর্মীরা ঢামেক হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন।
বিজ্ঞাপন
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, “নুরুল হক নুর এখন কিছুটা আশঙ্কামুক্ত। তবে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজ সকালে তার সিটি স্ক্যান করানো হয়েছে।”
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। গতকাল রাতেই একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ (শনিবার) সেই বোর্ড তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।’
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
বিজ্ঞাপন
পরে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিচার্জ করে। এ সময় নুর গুরুতর আহত হন। দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








