Logo

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:২৫
77Shares
গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, নানা ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু কখনো আন্দোলন থেকে পিছিয়ে যাননি।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, নানা ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু কখনো আন্দোলন থেকে পিছিয়ে যাননি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, একসময় ফ্যাসিস্ট শক্তি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তখন ২৪ জুলাই তরুণসহ সাধারণ মানুষ রাজপথে নেমে এসে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেয়। বিএনপির নেতৃত্বেই দেশের ইতিবাচক পরিবর্তন এসেছে, এসেছে ৩১ দফা কর্মসূচির মতো যুগান্তকারী উদ্যোগ।

মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছরে ঠাকুরগাঁওয়ে ১২ জন বিএনপি নেতাকর্মী প্রাণ হারালেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে কেউ সরে যায়নি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, আর বিএনপির হাত ধরেই দেশে সব ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।"

সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD