Logo

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫০
51Shares
প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
ছবি: সংগৃহীত

গণিত ও বিজ্ঞানে সাধারণ মানও অর্জন করতে ব্যর্থ হচ্ছে

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ জানিয়েছেন, ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষাকে অবহেলা করে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ করা জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নিয়মিত বৈঠকে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউনুস আহমাদ বলেন, ১২ বছর পড়াশোনা করার পরও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ভাষার মৌলিক বিষয়গুলোতে পাশ করতে পারছে না। গণিত ও বিজ্ঞানে সাধারণ মানও অর্জন করতে ব্যর্থ হচ্ছে। এমন বাস্তবতায় সরকারের সঙ্গীত নিয়ে ব্যস্ত হওয়া বোধগম্য নয়।

তিনি আরও বলেন, মানুষের জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, চরিত্র ও দৃষ্টিভঙ্গি গঠনে ধর্ম প্রধান ভূমিকা রাখে। তাই স্কুলে ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। কিন্তু অতীতের মতো বর্তমান সরকারও এই যৌক্তিক দাবি উপেক্ষা করছে। এর ফলে দেশের শিক্ষার্থীরা ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং সমাজ অস্থিরতার দিকে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দিতে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD