Logo

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১
67Shares
ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যেই নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যেই নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহবাগে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, কোনো ধরনের শ্লোগান বা বিজয় মিছিল করা যাবে না। বিজয় নিশ্চিত হলেও তা উদযাপন না করে নীরবে স্থান ত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেলোয়ার হোসেন আরও বলেন, “আপনারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছেন, এজন্য ধন্যবাদ। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ের পর হট্টগোল বা উত্তেজনা নয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করাই হবে আমাদের করণীয়।”

তিনি নির্দেশনা দেন, ফলাফল ঘোষণার পর দায়িত্বশীলদের পক্ষ থেকে নির্দেশ আসলে সবাই নীরবে চলে যাবেন। উত্তেজনা সৃষ্টি বা অন্য কারও সঙ্গে বিরোধে জড়ানো যাবে না। তাঁর ভাষায়, “এটা শুধু নির্বাচন নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বিজয় অহংকারের নয়, বিনয়ের সঙ্গে গ্রহণ করতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, সারাদিন ডাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। প্রার্থীরা অভিযোগ করেন, এজেন্ট ও পর্যবেক্ষকদের বাধা দেওয়া হয়েছে এবং বহিরাগতদের উপস্থিতি নিয়েও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় যেকোনো উসকানি এড়াতে জামায়াতের এই নির্দেশনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD