Logo

সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৮
5Shares
সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের
তারেক রহমান । ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এমন একটি দেশ গঠন করতে হবে যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার।

রবিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, ২০০৭ সাল থেকে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে, যার লক্ষ্য বিশ্বব্যাপী গণতন্ত্রের সারবত্তা প্রচার করা। এ উপলক্ষে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষকে শুভেচ্ছা জানান।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে বারবার স্বৈরতন্ত্র গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ভুয়া ভোটার তৈরি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে কর্তৃত্ববাদী পরিবেশ চাপিয়ে দেওয়া হয়েছে। গত দেড় দশক আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র বন্দী ছিল বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এবারের প্রতিপাদ্য ‘এ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি অ্যাকশন বাই অ্যাকশন’-এর প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গণতন্ত্রে নারী-পুরুষ বা যেকোনো লিঙ্গভেদে সমান অধিকার নিশ্চিত করা জরুরি। এটি কেবল মানবাধিকার নয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।

তিনি আরও বলেন, গণতন্ত্র একটি সর্বজনীন মূল্যবোধ, যা জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করে। গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন প্রমাণ করেছে, জনগণ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ। তাই এখন প্রয়োজন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD