Logo

চট্টগ্রামে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠে থাকবে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১৬
6Shares
চট্টগ্রামে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠে থাকবে বিএনপি
ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চট্টগ্রাম বিভাগের পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়নে টিম গঠন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে- সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কোনরূপ অপতৎপরতা চালাতে না পারে। স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

এছাড়া, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরসহ জেলাধীন প্রত্যেক পূজামণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, কেন্দ্রের নির্দেশে দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে নেতাকর্মীরা। দুর্গাপূজাকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনো ধরণের ঘটনা না ঘটে, দেশকে অস্থিতিশীল করতে না পারে; সেদিকে কড়া নজর রাখবে নেতাকর্মীরা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD