Logo

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে: জামায়াত নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬
10Shares
মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে: জামায়াত নেতা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা সবসময় বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছি। স্বাধীনতার যুদ্ধ যে আমাদের জাতির অর্জন, তা আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই সবাই রাজনীতি করছে, আমরাও তাই করি। সুতরাং অতীতের কথা টেনে আনার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা।

এ সময় জুলাই সনদ নিয়ে জামায়াতের এই নেতা বলেন, বারবার ভুল পদক্ষেপ করলে জুলাই সনদ পুনরায় চ্যালেঞ্জের মুখে পড়ে। তাহলে কি আমরা সারা জীবন এই সংকটে ভুগব? সারা জীবন রক্ত বা জীবন দিতে থাকব- এমন প্রশ্নও রাখেন তিনি।

জুলাই সনদের আইনি যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমরা কি বারবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেজন্য ‘সংবিধান অর্ডার ২০২৫’ জারি করা হলে কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না, এবং এটি আইনগতভাবে এক শক্তিশালী অবস্থান হিসেবে থাকবে।

তিনি আরও বলেন, সংবিধানের আর্টিকেল ৭-এ জনগণের পরম ইচ্ছার কথা বলা আছে। তার ভিত্তিতে যদি এই সংবিধান অর্ডারটি জারি হয়, এটি হবে সবচেয়ে শক্তিশালী। এরপর আমরা বলেছি, সরকার এটিকে আরও শক্তিশালী করতে পারে। অর্থাৎ শক্তির ওপর শক্তি, জোরের ওপর জোর, যদি এ নিয়ে আবার গণভোট হয়। সেক্ষেত্রে আর কোনো ছিদ্র বা উন্মুক্ত জায়গা থাকবে না। আইনি বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। এ প্রস্তাবই আমরা দিয়েছি।

জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন জামায়াতের ইসলামীর এই সিনিয়র নেতা। তিনি বলেন, আমরা আগামীতে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি, সেটি হবে সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন। সবই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। আমরা ইতোমধ্যেই বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD