গণতন্ত্র থাকলে স্বৈরশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
রবিবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণতন্ত্র আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও মানবাধিকারের ভিত্তি শক্তিশালী করে। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেয় এবং নির্বাচিত প্রতিনিধি ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করে। তাই জনগণকে ক্রীতদাসে পরিণত করা সম্ভব হয়নি। তবে অনেক দেশে এখনও একদলীয় দুঃশাসনের কালো ছায়া বিদ্যমান। বাংলাদেশের কথাও উল্লেখ করে তিনি বলেন, দেড় দশক ধরে মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা হরণ করা হয়েছিল। গুম, খুন, সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ নানা দমননীতি চলেছে। খালেদা জিয়াকে সাজানো মামলায় বন্দি রাখা হয়েছিল, আর তারেক রহমানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল মিথ্যা সাজা।
তিনি আরও উল্লেখ করেন, গত বছর জুলাই-আগস্টে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এলেও পূর্ণ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা ছাড়া গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া সম্ভব নয়।
বিজ্ঞাপন
এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য “অ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি, অ্যাকশন বাই অ্যাকশন” -এর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, নারী-পুরুষসহ সব লিঙ্গের সমান অংশগ্রহণ নিশ্চিত করেই প্রকৃত গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সবাইকে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন