Logo

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন সোহেল তাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২০
18Shares
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন সোহেল তাজ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইত্তেফাক ডিজিটালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সোহেল তাজ বলেন, “আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কেন আটকে দেওয়া হলো তা আগামীকাল (রবিবার) জানা যাবে। তখন বিস্তারিত জানাতে পারব।”

তিনি আরও জানান, নিয়মিতভাবেই বিদেশে যান তিনি। “গত ২০ বছরে বছরে অন্তত দুই–তিনবার বিদেশে গিয়েছি। এ বছরও এপ্রিল ও জুন মাসে গিয়েছিলাম,” বলেন সোহেল তাজ।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। এজন্য তিনি বিমানবন্দরে পৌঁছালেও ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে তাকে ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সোহেল তাজের বোন ও তাজউদ্দীন আহমেদের ছোট মেয়ে মাহজাবিন আহমদ মিমি বলেন, “সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।” তবে কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে চাননি।

উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালেও একই আসনে জয়ী হয়ে পুনরায় সংসদে প্রবেশ করেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও কয়েক মাস পর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD