শাপলার পরিবর্তে থালাবাটি, এনসিপি নেতারা বললেন হাস্যকর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, তাদের জন্য নির্বাচন কমিশন (ইসি) ‘উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি’ মতো প্রতীক বরাদ্দ দিয়েছে, যা তারা ‘হাস্যকর’ হিসেবে বর্ণনা করেছেন।
বিজ্ঞাপন
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের সংবাদ সম্মেলনে বলেন, শাপলা প্রতীকের জন্য আইনি কোনো বাধা নেই, তবু ইসি তাদের জন্য এমন বিরূপ বরাদ্দ দিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “অন্য দলগুলো জাতীয় প্রতীক ব্যবহার করলেও আমাদের ক্ষেত্রে একমাত্র আপত্তি তোলা হচ্ছে। যদি শাপলা প্রতীক না পাই, আমরা জনগণের সঙ্গে মিলিত হয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে সংগ্রাম চালাব।”
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, ‘জাতীয় লীগ’ নামের একটি দল নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছে, কিন্তু কোনো কার্যক্রম দেখা যায়নি। এই পরিস্থিতিতে, ইসির ওপর তাদের সন্দেহ আরও বাড়ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।