Logo

বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৬:৩২
29Shares
বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান
ফাইল ছবি।

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে-ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো ওই বাণীতে তারেক রহমান বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। উৎসবের ভেতর দিয়েই প্রকাশ পায় পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।

রাষ্ট্রের দায়িত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। এ প্রসঙ্গে তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তাদের অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমিই তার বিরুদ্ধে লড়বো।”

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে সারাদেশে দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”

তিনি দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD