Logo

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৮:২৫
35Shares
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মান্না লিখেছেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”

বিজ্ঞাপন

পরে কমেন্টে তিনি আরও উল্লেখ করেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।”

এর আগে নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠায়।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। তবে তাদের পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

বিজ্ঞাপন

আবেদনে এনসিপি প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করেছিল। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা অনুমোদন দেওয়া যাচ্ছে না।

ইসির চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০বি (১) (খ) অনুযায়ী কোনো দল কর্তৃক মনোনীত প্রার্থীদের জন্য নির্ধারিত তালিকা থেকে বরাদ্দকৃত প্রতীক সংরক্ষিত থাকবে। তবে প্রয়োজনে দলটি পরবর্তীতে অন্য প্রতীক বেছে নিতে পারবে।

বিজ্ঞাপন

এই জটিলতা নিরসনে কমিশন এনসিপিকে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে দ্রুত একটি বিকল্প প্রতীক পছন্দ করে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছে। এরপর দলটির নিবন্ধন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD