Logo

জামায়াতের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ফজলুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ২০:০০
108Shares
জামায়াতের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ফজলুর রহমান
বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুর রহমান | ফাইল ছবি

ডাকসু ও জাকসু নির্বাচনে কিছুটা চমক দেখালেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০টিরও কম আসন পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থগিত হওয়া পদধারী নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত সবসময় বুঝতে পারে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকতে পারবে না। তাই তারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি তুলেছে। তবে বাস্তবে তারা নির্বাচনে অংশ নেবে এবং তখন প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, “মানুষ মাওলানা সাহেবদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজারে, কিন্তু নির্বাচনে দাঁড়ালে কয়টা ভোট পায়, সেটাই আসল সত্য।”

বিজ্ঞাপন

ফজলুর রহমানের মতে, জামায়াতের স্থায়ী ভোটার সংখ্যা প্রায় ৭ শতাংশ। সেই হিসেবে তাদের ২১টি আসন পাওয়ার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন।

তিনি বলেন, “এবার সাধারণ ভোট হলে অন্তত ১ শতাংশ ভোট কমে যাবে। সেই হিসাবে তারা ১০টির নিচে আসন পাবে।”

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, এতদিন জামায়াত নিজেদের ভিন্ন আবরণে আড়াল করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের অতীত চরিত্র প্রকাশ্যে এসেছে। ৫ আগস্টের পর মানুষ বুঝে গেছে এরা কারা। তারা রাজাকারদের উত্তরসূরি, চরিত্র বদলায়নি। এজন্যই তাদের ভোট কমবে।

নিজের প্রতি জামায়াত কর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফজলুর রহমান। তিনি বলেন, “আমাকে তারা অপমান করেছে। কোনো রাজনৈতিক দল জন্মের পর আমাকে এমন অপমান করেনি। আমাকে ফজু পাগলা বলে ডাকে। অথচ আমার নাম ফজলুর রহমান।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD