Logo

“শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে সবসময় থাকবে বিএনপি”

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৭
6Shares
“শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে সবসময় থাকবে বিএনপি”
ছবি: সংগৃহীত

গাজামুখী সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমের পদক্ষেপকে “সংহতির প্রতীক” ও “বিবেকের গর্জন” হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তারেক রহমান লিখেছেন, “গাজামুখী ফ্লোটিলায় শহীদুল আলমের যোগদান কেবল সংহতির প্রতীক নয়, বরং মানবতার বিবেকের গর্জন। তিনি বাংলাদেশের পতাকা উড়িয়ে বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশি জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানবিক অবস্থানকে তুলে ধরে। একইসঙ্গে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে আন্তর্জাতিক সংহতি জোরদারে এটি একটি সাহসী বার্তা।

বিজ্ঞাপন

শহীদুল আলম সম্প্রতি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ফ্লোটিলা অভিযানে যোগ দেন। তার এ উদ্যোগকে ঢাকার ফিলিস্তিনি দূতাবাসসহ বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD