‘শাপলা’ নিয়ে ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ সারজিসের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তাদের দলীয় প্রতীক ‘শাপলা’ বরাদ্দ না দেওয়ার মাধ্যমে ইসি স্বেচ্ছাচারিতা করছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ অক্টোবর) রাতে গাইবান্ধার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সাংগঠনিক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, “আমাদের নির্বাচনী প্রতীক অবশ্যই শাপলাই হবে। ইসি যে মনোভাব দেখাচ্ছে, তা চরম স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু নয়।”
বিজ্ঞাপন
সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে সারজিস আলম জানান, এনসিপি বর্তমানে সারাদেশে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে। আগামী ১৫ দিনের মধ্যে জেলা আহবায়ক কমিটি এবং নভেম্বরের মধ্যে জাতীয় পর্যায়ের সব কমিটি গঠনের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ছাত্রদল প্রসঙ্গে তিনি কড়া সমালোচনা করে বলেন, “পঞ্চগড় জেলায় স্কুলপর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের পদক্ষেপ তরুণ প্রজন্মকে কলুষিত শিক্ষার পথে ঠেলে দিচ্ছে।”
বিজ্ঞাপন
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সমন্বয়কারী মোসলেম উদ্দীন, রাণীশংকৈল উপজেলার প্রধান সমন্বয়কারী শাহাজান বিশ্বাসসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।