Logo

২৪ এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৬:২৭
17Shares
২৪ এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ । ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী দলগুলোর ভূমিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে আন্দোলনকারীরা দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছেন।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন তার বক্তব্যে জামায়াতসহ বিভিন্ন দলের প্রতি প্রশ্ন তোলেন যে, ২৪ এর দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল? এবং এটি প্রকাশের দাবি জানান।

তিনি মনে করেন, পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও অন্যান্য দলের রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক চর্চার অংশ। তবে জনগণের কাছে তাদের ইশতেহার গ্রহণযোগ্য হবে কিনা, তা নির্ধারণ করবেন ভোটাররাই।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা আন্দোলনকারীদের কঠোর সমালোচনা করে বলেন, “পিআরকে কেন্দ্র করে আন্দোলনের নামে যারা মাঠে নেমেছে, তারাই আসলে নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করার মতো কোনো কর্মসূচি রাজনীতির জন্য ক্ষতিকর। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD