Logo

‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৪:০৫
15Shares
‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে।

জামায়াত আমির বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে তাদের কুরআন ও সুন্নাহর আলোকে জাতিকে পথ দেখাতে হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD