Logo

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৭:২৫
26Shares
সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

সংস্কারের নামে ক্ষমতাসীন আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দেশে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না, এমন শর্ত দেওয়াটা সঠিক নয়। কারণ এই সরকারের পক্ষে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। আগামী সরকারকে এর দায়িত্ব নিতে হবে।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, “সংস্কার ও বিচারের ট্যাবলেট খাওয়াল সরকার। কিন্তু আসলে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। এর দায় জনগণের নয়, সরকারের।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় নিতে হবে সরকারকে এবং সেই সময়কার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকে। পাশাপাশি তিনি দাবি করেন, ভারত চায় আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হোক।

রাশেদ খান বলেন, “সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD