ফের গণঅভ্যুত্থান হলে পালাতে লাগবে ৭ হেলিকপ্টার: মজিবুর রহমান

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা বা বাধা সৃষ্টি হলে দেশে আবারও গণ-অভ্যুত্থান দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি হলে পালাতে ৬ থেকে ৭টি হেলিকপ্টারের প্রয়োজন পড়বে।
বিজ্ঞাপন
রবিবার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো ‘জুলাই সনদ’। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণ দুই ধরনের ক্ষমতা অর্জন করেছে। একটি সংশোধনের ক্ষমতা, আরেকটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এই ক্ষমতা জনগণ দিয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, আর সরকার পালিয়ে যাওয়ার কারণেই দেশে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তন হয়নি। এবি পার্টির পক্ষ থেকে একটি সমঝোতার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা চাইলে এই বিষয়ে আদেশ জারি করতে পারেন, এমনকি প্রয়োজনে গণভোটের ব্যবস্থাও করা যেতে পারে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
মজিবুর রহমান মঞ্জু বলেন, “নির্বাচনের প্রচারে গেলে সাধারণ মানুষ প্রশ্ন করে, ভোট হবে তো ভাই? পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি যদি না মানা হয়, তাহলে উচ্চকক্ষ রাখারও কোনো মানে নেই।”
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়েই গণভোটের পক্ষে আমরা। অতীতের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে সবার বৈধতা নিশ্চিত হয়েছে, এবারও সে প্রক্রিয়ায় সমাধান আসতে পারে।