Logo

বিশ্বাসঘাতকতা করেছেন অনেক উপদেষ্টা: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৭:৩৭
19Shares
বিশ্বাসঘাতকতা করেছেন অনেক উপদেষ্টা: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে নিজেদের সেফ এক্সিটের পথ তৈরি করছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসব উপদেষ্টা জনগণের বিশ্বাসের প্রতিদান না দিয়ে নিজেদের আখের গুছিয়েছেন এবং গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা এবং সরকারে গেলে সবাই মিলে যাওয়া। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের ওপর আমরা যে আস্থা রেখেছিলাম, সেখানে আমরা প্রতারিত হয়েছি।

বিজ্ঞাপন

তিনি জানান, অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ গড়ে ফেলেছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখার চেষ্টা করছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, তাই বিভিন্নভাবে আঁতাত করছেন।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে ফেলেছেন। যখন সময় আসবে, আমরা তাদের নাম প্রকাশ করব।

বিজ্ঞাপন

ছাত্রনেতাদের উপদেষ্টার পদে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা যদি সরকারে না থাকত, তাহলে এই সরকার তিন মাসও টিকতে পারত না।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, সরকার গঠনের প্রথম ছয় মাসেই একাধিক অভ্যুত্থান ও প্রতিবিপ্লবের প্রচেষ্টা হয়েছিল।

তিনি আরও বলেন, “এখনও মাঝে মাঝে সেই ষড়যন্ত্রের তৎপরতা দেখা যায়। যা প্রমাণ করে, প্রতিবিপ্লবের চক্র পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD