Logo

নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সবাই সজাগ থাকুন: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ২১:০৫
29Shares
নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সবাই সজাগ থাকুন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশবাসী ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে নির্বাচনকে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ যেন এই নির্বাচনকে বিকৃত পথে নিতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব জানান, শিক্ষকদের দাবি-দাওয়া ইতোমধ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলুন, যেন তারা আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা ধারণ করে আধুনিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD