Logo

ধান লাগাই দেমু: হাসনাত আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৫, ০১:৩৪
50Shares
ধান লাগাই দেমু: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করা হবে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ভাইরাল হওয়া ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ডটি হাসনাত আবদুল্লাহ ও কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার।

ভাইরাল হওয়া কল রেকর্ডে হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বার নিউমার্কেট অংশে অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না।  

বিজ্ঞাপন

এর জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা বক্ল করে দিবেন, এটা আপনার অবশ্যই অধিকার আছে। এটা আমার কমেন্ট করার কিছু নেই।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেখেন এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলতে পারে না, আমার কথা হচ্ছে আজকে অনেকেই অনেক দেখাইতেছে, আপনি অ্যাডভাইজারকে বলেন অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাইলে রাস্তায় ধান লাগাই দেমু, নিউ মার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী। ধান লাগাই দেমু ১৫ দিনের মধ্যে ফসল তুলতে পারব। এখানে আমি ধান লাগাই দিব, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না। অক্টোবরের ২০ তারিখ দুপুর ২টার পর একটি গাড়িও যাবে না। আমি আবার বলছি অক্টোবরের ২০ তারিখের পর রাস্তা ঠিক না হলে দেবিদ্বার দিয়ে একটা গাড়িও যাবে না।

প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমিতো বললাম আজকে ৬ তারিখ, আমি যদি নিয়মের মধ্যে থাকি আমাকে কিছু দিন টাইম দিবেন। বাকি যতটুকু মেরামত দরকার আমরা চেষ্টা করছি।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, ভাই মেরামত দিয়ে কিছু যায় আসে না, আপনি ফুলগাছতলা বারেরা থেকে শুরু করে আমার নিউমার্কেট পর্যন্ত রাস্তাটা চলার অনুপযোগী, রাস্তাটা কোনোভাবেই যায় না। দেবিদ্বারে একটা রাস্তাও ঠিক নাই। ভাই আপনাদের একটা রাস্তাও ঠিক নাই। আপনারা নিউমার্কেটের রাস্তাটার অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ না ধরলে কোনো গাড়ি চলবে না, আপনি সিনিয়রদের জানিয়ে দেন।

ভাইরাল হওয়া অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশের বেহাল দশা নিয়ে আমি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার দেবিদ্বারের জন্য যা প্রয়োজন তাই করব। আমি চাই আমাদের দেবিদ্বারের উন্নয়ন। কাজ নিয়ে যেন কেউ অবহেলা না করে সেই কারণে কথা বলা। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কে ডিভাইডার দেওয়ায় সড়কের প্রশস্ততা বৃদ্ধি করতে ইট দিয়ে অস্থায়ীভাবে সলিং করি, যা বৃষ্টির কারণে দেবে গর্ত সৃষ্টি হয়েছে। ডিভাইডারের দুপাশে ২৪ ফুট সড়ক ক্রংক্রিটের ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা হবে। এ কাজের টেন্ডার হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ধান লাগাই দেমু: হাসনাত আবদুল্লাহ