কাকরাইলে ভন্ডুল জাতীয় পার্টির কর্মী সমাবেশ

বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা কর্মী সমাবেশে পুলিশ হঠাৎ বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনার পর সমাবেশ ভন্ডুল হয়ে যায়।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ জলকামান নিয়ে এসে হামলা করে পুলিশ। এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন