সংসদ ভোট ও গণভোট একসাথে হলে “আম-ছালা দুটোই যাবে”: জামায়াত

জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসাথে আয়োজন হলে সমস্যার কারণে উভয় ভোটে প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর তিনি বলেন, “সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হলে প্রত্যেকে শুধু জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার দিকে মনোযোগ দেবে, ফলে গণভোটের বিষয়টি প্রধান্য পাবে না। কোথাও ভোট দখল হলেও সেটিও সমস্যা হবে। তাই আলাদাভাবে করার প্রস্তুতি রাখা উচিত।”
তিনি আরও বলেন, একই দিনে ভোট হলে রিফর্মস ইস্যু ক্ষীণ হয়ে যাবে, কারণ সবাই নিজের প্রার্থীর জন্য ব্যস্ত থাকবে। আলাদা হলে ভোটাররা আরও সচেতনভাবে ভোট দিতে পারবে। একই সঙ্গে দুটো ভোট হলে ঝামেলা হলে “আম-ছালা দুটোই যাবে” বলে মন্তব্য করেন। জামায়াত নভেম্বর মাসে আলাদা গণভোট করার পরামর্শ দিয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।