Logo

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১৩ অক্টোবর, ২০২৫, ২৩:৫৮
11Shares
জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর দলের কর্মকাণ্ড ও সিদ্ধান্তকে জুলাই বিপ্লবের আদর্শ পরিপন্থি উল্লেখসহ বিভিন্ন অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) এরই মধ্যে তিনি পদত্যাগপত্র এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফিরোজ আলমগীর তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও দলের অবস্থান বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। এ ছাড়া চিহ্নিত আওয়ামী নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়ে দল যে নীতি পোষণ করছে বা সমর্থন করছে, সেটি তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত বলে বোধ করেন ফিরোজ আলমগীর। এসব বিষয় তাকে হতাশ করেছে!

বিজ্ঞাপন

ফিরোজ আলমগীর আরও উল্লেখ করেন, তিনি আশা করেছিলেন, একটি বিল্পব-পরবর্তী সময়ে এনসিপি একটি নতুনধারার রাজনীতি নিয়ে আসবে। কিন্তু বর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে। তাতে তিনি মর্মাহত হয়েছেন। ভবিষ্যতে এনসিপি আন্দোলনে শহীদ পরিবারগুলো এবং আহতদের কথা বুঝতে আগামীতে চেষ্টা করবে; শুধু কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শে কেন্দ্র কাজ করবে বলে পদত্যাগ পত্রে আশাবাদ ব্যক্ত করেছেন ফিরোজ আলমগীর। সেইসঙ্গে তিনি এনসিপির সব কর্মকাণ্ড থেকে তাকে বিরত রেখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ফিরোজ আলমগীর বলেন, ‘আমি লিখিতভাবে আমার পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছি।’ দলের জুলাই আদর্শ ও ব্যক্তিগত নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী গণমাধ্যমকে বলেছেন, ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে সোমবার পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD