Logo

‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন জমা দিল আরেক দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৮:১৪
14Shares
‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন জমা দিল আরেক দল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পর এবার জাতীয় ফুল ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে দাবি করেছে বাংলাদেশ কংগ্রেস।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেয় দলটি।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, যদি সরকার বা নির্বাচন কমিশন জাতীয় প্রতীক ‘শাপলা’কে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে অনুমোদন দেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

বিজ্ঞাপন

দলের দাবি, তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘শাপলা’ প্রতীকটি ব্যবহার করে আসছে। তাদের প্রথম প্রচারপত্র, নথিপত্র ও লোগোতেও ‘শাপলা’র শৈল্পিক নকশা ব্যবহৃত হয়েছে।

তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন জানায়, জাতীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ কোনো দলের প্রতীক হতে পারে না। পরে বিকল্প হিসেবে দলটি ‘বই’ প্রতীক প্রস্তাব করে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুসারে নিবন্ধন অনুমোদনের পরও কমিশন তাদের গেজেটভুক্ত প্রতীকের বাইরে কিছু দিতে অস্বীকৃতি জানায়, ফলে বাধ্য হয়ে তারা ‘ডাব’ প্রতীক গ্রহণ করে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলও ‘শাপলা’ প্রতীক ব্যবহারের আবেদন করেছে উল্লেখ করে বাংলাদেশ কংগ্রেস বলেছে, “যদি জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে প্রথম ব্যবহারকারী হিসেবে বাংলাদেশ কংগ্রেসের দাবিই সবচেয়ে যৌক্তিক।”

বিজ্ঞাপন

দলটি আরও দাবি করেছে, তারা রাজনৈতিকভাবে সক্রিয় ও সাংগঠনিকভাবে দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীককে নিজেদের পরিচয়ের অংশ হিসেবে ব্যবহার করে আসছে। তাই নতুন করে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD