আগামী সংসদেই পিআর পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে: মির্জা ফখরুল

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভোট পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমান পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং নতুন পার্লামেন্ট ও জনগণের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সম্প্রদায়ের প্রতিনিধিরা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ, মনোনয়ন এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
আরও পড়ুন: নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জামায়াতের
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, “যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে চান, তারা চান দ্রুত নির্বাচন হোক। কিন্তু পিআর পদ্ধতি নিয়ে এখন যে আলোচনা চলছে, তা নতুন সংসদে আলোচিত হওয়াই যুক্তিযুক্ত। আমরা পরিষ্কারভাবে বলেছি, এই সিদ্ধান্ত ভবিষ্যৎ সংসদের প্রতিনিধিরাই নেবেন।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির একটি সীমাবদ্ধতা রয়েছে। এখানে ভোটারদের ব্যক্তিগতভাবে প্রতিনিধি বেছে নেওয়ার স্বাধীনতা কমে যায়। দল নির্ধারণ করে দেয় কে সংসদে যাবে। অথচ আমরা চাই জনগণ যেন নিজেই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।”
খ্রিষ্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আপনাদের সমর্থন ও অংশগ্রহণ কামনা করি। আপনারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আসন্ন নির্বাচনে আমরা আপনাদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”
বিজ্ঞাপন
বাংলাদেশের চেতনা রক্ষার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের আত্মা অসাম্প্রদায়িক চেতনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই আদর্শ আমরা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না।”
তিনি আরও বলেন, “কখনোই মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু। আপনারা সমাজের সম্মানিত নাগরিক, আপনাদের দাবি-দাওয়া জোরালোভাবে উপস্থাপন করতে হবে।”
বিজ্ঞাপন
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্রীয় সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন তাদের আলোচনা শেষ করেছে। আগামী ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত, সেগুলোর ওপর স্বাক্ষর করবে। আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলো দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে জনগণের সামনে তুলে ধরবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খ্রিষ্টান ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলবার্ট রোজারিও। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের অনিল লিও কস্তা। বক্তব্য দেন বেনেডিক্ট আলো ডি রোজারিও, পিউস কস্তা, রীতা রোজলীন কস্তা, প্রতাপ আগস্টিন গোমেজ, শংকর প্যাট্রিক কস্তা ও আনোয়ার হোসেনসহ অনেকে।