Logo

শাপলা প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস আলম

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১৩ অক্টোবর, ২০২৫, ১৮:০৪
4Shares
শাপলা প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস আলম
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, এনসিপি এককভাবে বা জোটগতভাবে নির্বাচন করতে পারে, তবে যে অবস্থাতেই অংশগ্রহণ করুক না কেন, নিজেদের প্রতীক শাপলাই থাকবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়ক লুৎফর রহমান।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, “প্রতীক বিষয়ে কোনো আইনগত জটিলতা নেই। নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। আমরা আশাবাদী, এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নিতে পারবে।”

তিনি আরও বলেন, “এনসিপি উচ্চকক্ষে পিআর ব্যবস্থার পক্ষে, তবে নিম্নকক্ষে নয়। কারণ আমরা চাই জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক।”

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার প্রসঙ্গে সারজিস আলম বলেন, “ডিসেম্বরের মধ্যেই যদি গণহত্যার বিচার দৃশ্যমান হয় এবং জুলাই সনদ বাস্তবায়িত হয়, তবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না। কিন্তু বিদেশি কোনো শক্তি বা প্রতিবেশী দেশ নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইলে তা প্রতিহত করা হবে।”

বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দলকে ‘কিংস পার্টি’ বলা হলেও, বিএনপি নিজেই সামরিক প্রশাসনের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ভুলে গেলে চলবে না।”

চট্টগ্রাম বন্দর ইস্যুতে তিনি বলেন, “সরকার যদি দেশের স্বার্থে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কোনো সিদ্ধান্ত নেয়, এনসিপি তাতে বিরোধিতা করবে না। তবে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হলে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করব।”

বিজ্ঞাপন

আগামী নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, “যদি ফ্যাসিস্ট সরকার গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার না করে, তাহলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তবে আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই মামলার রায় হতে পারে।”

জামালপুর জেলার ৭টি উপজেলা থেকে আগত এনসিপি নেতাকর্মীরা এ সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপি নেতা মশিউর আমীন, বেলাল হোসেন, সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD