Logo

‘আরেকটি এক-এগারো ছাড়া বাংলাদেশে আ.লীগের ফেরার সুযোগ নেই’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৩:২৫
10Shares
‘আরেকটি এক-এগারো ছাড়া বাংলাদেশে আ.লীগের ফেরার সুযোগ নেই’
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আরেকটি এক-এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন,আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা।

বিজ্ঞাপন

রাশেদ খান লিখেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আবারও ১/১১ নেমে আসবে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফেরার একমাত্র পথ হলো ১/১১। তাই শেখ হাসিনার নির্দেশে দলটি অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে এবং গুপ্তহত্যা শুরু করতে পারে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লেখেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কী হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়। ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।

বিজ্ঞাপন

পরিশেষে রাশেদ খান জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকা প্রয়োজন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগ দিয়ে দেশের ভিতর থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া যাবে না।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD