‘সংসদ ভবনের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধাদের সম্পৃক্ততা নেই’

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সংঘটিত বিশৃঙ্খলার ঘটনায় প্রকৃত ‘জুলাই যোদ্ধারা’ জড়িত থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ঘটনার পেছনে কিছু ছাত্র নামধারী গোষ্ঠী এবং আওয়ামী ফ্যাসিবাদী অনুপ্রবেশকারীদের ভূমিকা থাকতে পারে।
রবিবার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিভিন্ন দলের ধারাবাহিক সংগ্রামের ফলেই ছাত্র গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক শক্তি। তাই এর সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোকে সম্মানিত রাখার চেষ্টা করা হয়েছে, যেন কোনোভাবেই তারা বিতর্কিত না হয়।”
তিনি আরও বলেন, “বিএনপিকে অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা ব্যর্থ হবে। নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার বক্তব্যকে আমরা ইতিবাচকভাবে দেখি।”
বিজ্ঞাপন
বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, দেশের সাম্প্রতিক কিছু ঘটনা একইসূত্রে গাঁথা এবং এর মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তিনি গণমাধ্যম ও রাজনৈতিক মহলকে বিএনপির বক্তব্য বিকৃত না করে সঠিকভাবে উপস্থাপনের আহ্বান জানান।