Logo

সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

profile picture
জেলা প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৫, ১৫:৫১
395Shares
সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা
ছবি: সংগৃহীত

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এ হামলার ঘটনা ঘটে।

এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন সারজিস।

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন তিনি। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা।

বিজ্ঞাপন

এনসিপির নেতারা অভিযোগ করে বলেন, আমরা বারবার বলার পরও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।মাত্র দুজন পুলিশ মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি নিয়েছে।

ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD