Logo

এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ২০:৩২
425Shares
এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তাই এই মুহূর্তে কমিশনের পুনর্গঠন একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

রবিবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচন কমিশন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। কমিশনের গঠন প্রক্রিয়া এবং তাদের বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার কথা ছিল, তা তারা করছে না। বরং কিছু রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ এবং অন্যদের প্রতি বিমাতাসুলভ মনোভাব প্রকাশ পাচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “গত সময়ের নানা সিদ্ধান্তেও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন। কমিশন যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে নির্বাচনের ফলও প্রশ্নবিদ্ধ হবে। তাই আমরা সরকারের কাছে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছি।”

একই সঙ্গে জুলাই সনদ বিষয়ে দলের অবস্থানও পরিষ্কার করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা এতে স্বাক্ষর করব না। শুধুমাত্র কাগজে-কলমে সনদে আমরা বিশ্বাসী নই; এটি বাস্তবে কীভাবে কার্যকর হবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, তাদের দল সরকার ও ঐকমত্য কমিশনের কাছে এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে এবং তারা একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার দাবি অব্যাহত রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD