Logo

দাবি নিয়ে রাস্তায় নয়, জনগণের দ্বারস্থ হোন: আমীর খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ২০:৫৫
364Shares
দাবি নিয়ে রাস্তায় নয়, জনগণের দ্বারস্থ হোন: আমীর খসরু
ছবি: সংগৃহীত

দাবি-দাওয়া আদায়ের আন্দোলন জনগণের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, জনগণ যদি সমর্থন দেয় এবং ম্যান্ডেট প্রদান করে, তাহলে সংসদে গিয়েই সব দাবি পূরণ সম্ভব।

বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, “দাবি আদায়ের জায়গা এখন জনগণের মাঝে। রাস্তায় নয়, জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি সমর্থন দেয়, তাহলেই রাজনৈতিক পরিবর্তন আসবে এবং সংসদে গিয়ে প্রতিটি দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “সরকারের এখন উচিত সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্য অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা গ্রহণ করা। আর সরকারে যারা বিতর্কিত বা আস্থাহীন, তাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে।”

বিএনপির এই নেতা মনে করেন, নির্বাচনের আগে সরকারের কোনো বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, “নির্বাচনের আগে যে কোনো সিদ্ধান্তই নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে। তাই সরকারকে এখন নিরপেক্ষ অবস্থানে থাকা জরুরি।”

আমীর খসরু বিশ্বাস করেন, জনগণই রাজনৈতিক পরিবর্তনের একমাত্র উৎস, এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কাছেই ফিরে যেতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD