Logo

কিছু দল নির্বাচন পিছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৫:২৭
9Shares
কিছু দল নির্বাচন পিছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “কোনো কোনো রাজনৈতিক দল চাইছে নির্বাচন যেন নির্ধারিত সময়ের পরিবর্তে পিছিয়ে যায়। তবে এই চেষ্টা সফল হবে না।” তিনি আরও বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা স্থিতিশীল করতে দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারকে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার সম্পন্ন হয়েছে, যা প্রয়োজন ছিল। এছাড়া বিএনপির ৩১ দফা রূপরেখার উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশের বহুদলীয় শাসনব্যবস্থা, গণমাধ্যম ও নাগরিক স্বাধীনতা, নারী শিক্ষা ও চাকরি, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

মির্জা ফখরুল মন্তব্য করেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনগুলো সব বিএনপি ও তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে ‘ভিলেন’ আখ্যায়িত করার চেষ্টা দুঃখজনক বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাস তাকে ধরে রেখেছে। অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে চীন সফরের স্মৃতি তুলে ধরে মির্জা ফখরুল জানান, চীনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমর্থন দিয়ে বলেছিলেন, “Carry the flag of your father and mother,” যা আজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে আছে।

বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত এবং অর্থনীতিকে গণতান্ত্রিক করব।”

নতুন সংকলিত ৬৪০ পৃষ্ঠার গ্রন্থে মোট ১৩টি অধ্যায় রয়েছে, যার মধ্যে একটি অধ্যায়ে ‘আমার বাবা’ শীর্ষক লেখা তারেক রহমানের। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল প্রমুখ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD