Logo

জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে একটি দল: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩৭
13Shares
জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে একটি দল: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি রাজনৈতিক দল স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তাদের কিছু দাবি রয়েছে, যা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

তবে তিনি স্পষ্ট করে বলেন, “সংবিধান অনুযায়ী এ ধরনের আদেশ জারির ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতির, সরকারপ্রধানের নয়।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাবটি আসলে আবেগপ্রসূত। সরকার এখানে কেবল প্রজ্ঞাপন জারি করতে পারে, সাংবিধানিক আদেশ নয়। তবে প্রস্তাবটি আমরা ইতিবাচকভাবে নিয়েছি, কারণ এতে অন্তত গণতন্ত্র নিয়ে আলোচনার সুযোগ তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র আবেগের ওপর চলে না, রাষ্ট্র চলে আইনের ভিত্তিতে। তাই জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত।”

বিজ্ঞাপন

গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, গণভোটের প্রস্তাব প্রথমে বিএনপিই দিয়েছে, যেখানে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়। এই বিষয়ে দুটি দল ছাড়া সবাই একমত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ মনে করেন, কেবল অর্থনৈতিক সংস্কার নয়, সমাজে মানসিক পরিবর্তন ও দৃষ্টিভঙ্গির সংস্কারও সময়ের দাবি। অন্যথায় কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ নেবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD