জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া উপস্থাপন করতে পারেনি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া বা ড্রাফট এখনো তাদের সামনে উপস্থাপন করতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, কমিশন জানিয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন, যেটিকে আমরা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখি। কিন্তু সেই আদেশের মূল বক্তব্য বা কাঠামো এখনো আমাদের সামনে উপস্থাপন করতে তারা অপারগতা প্রকাশ করেছেন। ফলে আমাদের পক্ষে আশাবাদী হওয়া এখনই সম্ভব নয়।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেন, কমিশনের আন্তরিকতার জায়গা আমরা স্বীকার করি, তবে জুলাই সনদের আদেশ যেন কোনো রাজনৈতিক চাপের মুখে ‘কাগুজে দলিল’ হয়ে না যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আহ্বান জানান, জুলাই ঘোষণাপত্রের মতো একতরফা বা দলীয় স্বার্থনির্ভর কোনো পদক্ষেপ যেন আবার না নেওয়া হয়। কমিশন ড্রাফট প্রস্তুত করে আমাদের সঙ্গে শেয়ার করুক, তাহলেই আমরা সনদে স্বাক্ষরের দিকে এগোতে পারব।
এনসিপির সদস্য সচিব আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিশ্চিত করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। যতক্ষণ না এটি আইনি স্বীকৃতি পায়, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা চলবে।
বিজ্ঞাপন
বৈঠকে এনসিপি কমিশনের কাছে তাদের দাবিগুলো তুলে ধরে। দলের পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদের খসড়া যেন একতরফা না হয় এবং সব অংশীজনের মতামত প্রতিফলিত হয়।
আরও পড়ুন: ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
আখতার হোসেন অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে দুই ধরনের অবস্থান দেখা যাচ্ছে। একটি অংশ সনদের স্বাক্ষর মুছে দিতে চাইছে, অন্য অংশ চায় এটি বাস্তবায়িত না হোক। কিন্তু এনসিপি বিশ্বাস করে, সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নই এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুলে দিতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কমিশন জানিয়েছে, তারা আমাদের প্রস্তাবগুলো বিবেচনা করছে এবং সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। তবে এখন পর্যন্ত ড্রাফটের মূল বিষয়বস্তু আমাদের সামনে উপস্থাপন করা হয়নি।








