Logo

আরপিও সংশোধনী নিয়ে অসন্তুষ্ট হয়ে সিইসিকে চিঠি বিএনপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪০
14Shares
আরপিও সংশোধনী নিয়ে অসন্তুষ্ট হয়ে সিইসিকে চিঠি বিএনপির
ছবি: সংগৃহীত

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সাম্প্রতিক সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে প্রতিটি দলের নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা আরোপের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

দলটি বলছে, এই সংশোধনী গণতান্ত্রিক চর্চাকে সীমিত করে এবং রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের অধিকারকে ক্ষুণ্ন করে।

রবিবার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। একই সঙ্গে বিএনপি সিইসিকে একটি লিখিত চিঠিও দিয়েছে, যেখানে তারা সংশোধিত বিধান বাতিল করে পূর্বের নিয়ম বহাল রাখার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। কোনো রাজনৈতিক দলের প্রস্তাব ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করেছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএনপি শুধু নির্বাচন কমিশনকেই নয়, পরবর্তী পর্যায়ে উপদেষ্টা পর্যায়েও আনুষ্ঠানিক চিঠি পাঠাবে। তার মতে, জোটবদ্ধ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রতীক ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত। এটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন আরপিও সংশোধনীর খসড়া অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে।

বিএনপি মনে করছে, এই বিধান বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক জোটগুলো দুর্বল হয়ে পড়বে এবং নির্বাচনী সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপি দাবি করেছে, সংশোধনীর আগে এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়নি, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা আশা করছে, নির্বাচন কমিশন তাদের এই চিঠি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশোধনীর বিষয়টি পুনর্বিবেচনা করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD