শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই: বিএনপি নেতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেদিন প্রধানমন্ত্রী দেশে থাকেননি, সেদিন রাষ্ট্রপতি দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে প্রশ্ন হলো, পদত্যাগপত্র কখন জমা দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল? রাষ্ট্রপতির এই দাবির পক্ষে কোনো দালিলিক প্রমাণ নেই।
সম্প্রতি কালের সংলাপ অনুষ্ঠানে হাবিব এ মন্তব্য করেন। তিনি জানান, সাংবাদিক মতিউর রহমান যখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্রের বিষয়টি জানতে চেয়েছিলেন, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন, তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বিষয়টি প্রকাশিত হওয়ার পর অনেকেই দাবি জানিয়েছিলেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।
বিজ্ঞাপন
হাবিব বলেন, আমরা চাইলে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারি, কিন্তু সেটা একপক্ষের দাবিতে হবে না। রাষ্ট্রপতি যদি চলে যান, তাহলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, সেই সংকট নিরসন কিভাবে হবে? দেশ আবার অস্থিতিশীলতার দিকে চলে যাবে। তাই রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে সব দলের সম্মতি প্রয়োজন।
বিজ্ঞাপন
হাবিবুর রহমান হাবিব উল্লেখ করেন, পরবর্তীতে দেখা গেল, বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরানো হলে বিদেশি দূতাবাসেও রাষ্ট্রপতির ছবি রাখা বন্ধ করা হবে। রাষ্ট্রপতি থাকাকালীন এই ছবি থাকা উচিত।
বিএনপি এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছে যে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক বিতর্কে তারা যথেষ্ট সতর্ক এবং কোনো একপক্ষের চাপের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবে না।








