বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ আসনটি এখনো ফাঁকা রেখেছে বিএনপি, দলটি এখানকার প্রার্থী ঘোষণা করেনি।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া।
তিনি বলেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগ দেব। অবশ্যই আমি ধানের শীষ প্রতীকেই আমার এলাকায় নির্বাচন করব। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবেও হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তবে এ বিষয়ে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, তারা এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানেন না।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। পরে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। পরে নিজেই ‘আমজনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেন। সাম্প্রতিক সময় পর্যন্ত তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না।








