গণভোটসহ ৫ দফা দাবিতে উত্তাল রাজধানী

নভেম্বর মাসে গণভোট আয়োজন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীসহ ৮ ইসলামি দলের নেতা-কর্মী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দলগুলোর মিছিল শুরু হয় এবং শত শত নেতাকর্মী পল্টনে পৌঁছালে এলাকার যান চলাচল প্রায় বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে মিছিল শুরু হয়। এতে জামায়াতের ঢাকা দক্ষিণের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া
বিজ্ঞাপন
পল্টনে সমাবেশ শেষে মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন। পরে তারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদান করেন।
জামায়াতের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন অন্যান্য দলগুলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
এই কর্মসূচি পূর্বেই সোমবার (৩ নভেম্বর) পুরানা পল্টনের খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল।
বিজ্ঞাপন
জামায়াতসহ ৮ ইসলামী দলের পাঁচ দফা দাবিগুলো হলো-
১. জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু।
বিজ্ঞাপন
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
বিজ্ঞাপন
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
রাজধানীর এই কর্মসূচি প্রান্তিক আন্দোলন থেকে শুরু করে মূল রাজনৈতিক ইস্যুতে জনগণকে জোরালোভাবে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। তবে মিছিল ও সমাবেশের কারণে পল্টন এলাকায় জনসাধারণের জন্য অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে।








