Logo

জুলাই সনদ ও গণভোট নিয়ে সমঝোতার উদ্যোগ নিয়েছে এনসিপিসহ ৯ দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৮
22Shares
জুলাই সনদ ও গণভোট নিয়ে সমঝোতার উদ্যোগ নিয়েছে এনসিপিসহ ৯ দল
ফাইল ছবি

রাজনীতিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং নভেম্বরের গণভোট সংক্রান্ত সমঝোতার জন্য উদ্যোগ নিয়েছে নতুন রাজনৈতিক জোটের ৯ দল, যার মধ্যে রয়েছেন এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চভুক্ত অন্যান্য দল।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলগুলো রাজনৈতিক জোটের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন। তবে বৈঠক শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকের পর ৯ দলের নেতারা জানান, জুলাই সনদ থেকে সৃষ্ট অচলাবস্থা দূর করতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। এই উদ্দেশ্যে জামায়াত ইতোমধ্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদকে আলোচনার দায়িত্ব দিয়েছে। তবে বিএনপি এখন পর্যন্ত আলোচনায় বসার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

পূর্বের প্রেক্ষাপটে, গত রোববার জামায়াত বিএনপিকে আলোচনায় আহ্বান জানিয়েছিল। পরদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকেও রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় বসার আহ্বান জানানো হয়। সরকার এক সপ্তাহের মধ্যে আলোচনার ফলাফল আশা করছে, না হলে নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে। বিএনপি এখনও এই আহ্বানে সাড়া দেয়নি। দলটির অবস্থান অনুযায়ী, নোট অব ডিসেন্টসহ নির্বাচনের দিনে গণভোট চায়। অন্যদিকে জামায়াত নোট অব ডিসেন্টমুক্ত গণভোট চাইছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসূফ সেলিম।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বৈঠকের পর বলেন, সরকার ৯ দলকে দায়িত্ব দিয়েছে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ হতে। আমরা আলোচনা করেছি এবং কিছু বিষয়ে কাছাকাছি এসেছি। অন্যান্য দলের সঙ্গেও আলাপ চালিয়ে যাব।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে নোট অব ডিসেন্ট ও গণভোটসহ বিভিন্ন বিষয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনা করা জরুরি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, মূল লক্ষ্য রাজনৈতিক বিভাজন কমিয়ে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এজন্য বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন জোট বা যৌথ নেতৃত্বের মাধ্যমে নির্বাচন অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। তবে নেতৃত্ব নিয়ে বিরোধ এবং আসন বণ্টন ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকের পরে ৯ দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, দীর্ঘদিন ধরে আমরা বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। এখন তৃতীয় শক্তি বা নতুন জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। জনগণও নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব আশা করছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলবে। সংকট দূর করতে সরকারকে সাহসী ভূমিকা নিতে হবে। আমরা সব সময় আলোচনার পক্ষপাতী।

বিজ্ঞাপন

বৈঠকের সারমর্মে স্পষ্ট যে, জুলাই সনদ ও গণভোটের ইস্যুতে ৯ দল এক প্রাথমিক সমঝোতার পথে, তবে বিএনপির মন্তব্য বা অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD